শ্রীলংকার গণবিক্ষোভের পরিণতি কেন এমন হলো?

দৈনিক আমাদের সময় শ্রীলঙ্কা প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৬:১৪

৫৪ বছরের উদেনি কালুদান্ত্রি, পেশায় ছিলেন একজন বন্দর-কর্মী। কিন্তু গত বছর তিনিই রাতারাতি পরিণত হয়েছিলেন একজন সেনসেশনে। যদিও এর কারণ ছিল এমন কিছু যার সঙ্গে তার চাকরির কোনো সম্পর্কই ছিল না। শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেসিডেন্ট প্রাসাদে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার কয়েকদিন পর একটি ভিডিও বেরিয়েছিল, যা কালুদন্ত্রিকে রাতারাতি বিখ্যাত করে তোলে। খবর বিবিসির।


সেই ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্টের পতাকায় মোড়া একটি বিছানার ওপর আধশোয়া হয়ে আছেন উদেনি কালুদন্ত্রি। এর আগেই অবশ্য সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই সব ছবি- যাতে দেখা যায় প্রাসাদের ভেতরের সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ছে যুবকরা, অথবা কেউ কেউ প্রেসিডেন্টের পালংকের ওপর লাফাচ্ছেন। তার সঙ্গে যোগ হয়েছিল কালুদন্ত্রির ভিডিওটিও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও