কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাঁচফোড়নের রাজনীতি

দৈনিক আমাদের সময় জোবাইদা নাসরীন প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ১৬:০৭

বাংলাদেশের রাজনীতি মূলত এখনো অনেকটাই নির্বাচনমুখী হয়ে উঠছে। নির্বাচনের খুব বেশি দেরি নেই। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী জাতীয় নির্বাচনের আর মাত্র পাঁচ মাস বাকি। তবে প্রধান বিরোধী দল বিএনপি এখনো তাদের মূল দাবি তত্ত্বাবধায়ক থেকে সরে আসেনি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে। অন্যদিকে গত কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকারি দল এবং এই সরকারের অধীনও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে যুক্তি উপস্থাপন করছে। এসব তর্কবিতর্ককে ছাপিয়ে এখন আবারও রাজনীতিতে নতুন কিছু আলোচনার খোরাক তৈরি হয়েছে।


ওই খানাখন্দের একটি গণঅধিকার পরিষদে ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের মধ্যকার তুমুল বিরোধ। ২০২১ সালে রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরের নেতৃত্বে নতুন দল হিসেবে কিছুটা আলোচনায় এসেছিল গণঅধিকার পরিষদ। যদিও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই দুই বছরের মাথায় এ দলটির ভাঙনের শুরু হয়, তবুও আলোচিত এ দুই নেতাকে ঘিরে অনেক দিন ধরে দলটিতে অস্থিরতা চলছিল। এই সময়ে এসে ওই দ্বন্দ্ব চরমে ওঠে এবং দুজনই দল থেকে একে অন্যকে অপসারণ করেন। গণঅধিকার পরিষদের আলোচিত এ দুই নেতা একে অন্যের বিপক্ষে গুরুতর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। গণমাধ্যমে প্রকাশিত সেসব তথ্য প্রকাশিত হয়েছে এবং তা থেকে বের হয়েছে রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ অজানা তথ্য। এসব তথ্য একদিকে যেমন একটি সম্ভাবনাময় দলের করুণ পরিণতিকে নিশ্চিত করছে, অন্যদিকে তেমনি রাজনীতির নানা জটিল অঙ্ক ও কাদাময় বাস্তবতাও স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও