উত্তর ভারতে টানা দুই দিনের বৃষ্টিতে অন্তত ১২ জনের মৃত্যু
ভারতের উত্তরাঞ্চলে দুই দিন ধরে ভারী বৃষ্টিপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। হিমাচল, উত্তরাখন্ড, নয়াদিল্লির আশপাশে এই বৃষ্টিপাতের মাত্রা সবচেয়ে বেশি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের এ ধারা আরও কয়েক দিন অব্যাহত থাকবে। খবর এনডিটিভির।
ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, নয়াদিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরখন্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে অতি বৃষ্টিপাত হবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ভারতে একটি নিম্নচাপ বিরাজ করছে। এটির প্রভাবে শনিবার (৮ জুলাই) দিল্লিসহ অন্যান্য অঞ্চলে অত্যধিক বৃষ্টিপাত হয়েছে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৮২ সালের পর জুলাই মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টি হওয়ার রেকর্ড।
সবচেয়ে খারাপ অবস্থা হিমাচল প্রদেশে। সেখানে মানালি, কুলু, চাম্বা, কিন্নৌরে নদীতে চকিত বন্যা হয়েছে, প্রবল ধস নেমেছে পাহাড়ে, উত্তাল নদী একের পর এক বাঁধ ভেঙে দিয়েছে। শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগাসহ প্রচুর নদীর জল বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- টানা বর্ষণ