বেনাপোল দিয়ে ৫ দিনে এলো ২১১ টন কাঁচা মরিচ
বেনাপোল বন্দর দিয়ে গত পাঁচ দিনে ভারত থেকে এলো আমদানি করা ২১১ টন কাঁচা মরিচ। এই মরিচের চালানগুলো দেশের বিভিন্ন জেলা শহরে যাচ্ছে।
রবিবার (৯ জুলাই) বিকালে ৪৭ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে গত রবিবার ও সোমবার ৪৫ টন করে মঙ্গলবার ৩৩ টন, বৃহস্পতিবার ৪১ টন মরিচ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘রবিবার ভারত থেকে ছয়টি ট্রাকে ৪৭ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে পৌঁছেছে। এগুলো দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েক ট্রাক কাঁচা মরিচ ঢোকার অপেক্ষায় রয়েছে বলে জানতে পেরেছি।’
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আমদানি
- কাঁচা মরিচ