ডেঙ্গুর এমন বিস্তার ‘গা ছাড়া ভাবের’ খেসারত: ড. মুশতাক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ০৮:১৫

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে না পারাকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখতে চান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের উপদেষ্টা ড. মুশতাক হোসেন।


মহামারী ও জনস্বাস্থ্য বিষয়ের এই বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ হয়ে থাকবে না। শীত কমে আসায় এখন সারা বছরই ডেঙ্গু থাকবে। কিন্তু এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনিক সতর্কতা নেই বলে আক্ষেপ করেছেন তিনি।


রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে যোগ দিয়ে তিনি বলেন, সবাই মিলে পরিকল্পিত উপায়ে লড়াই করলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব। কলকাতা এর উদাহরণ।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয় ইনসাইড আউটের এই সর্বশেষ পর্বটি।


গত দুই দশক ধরেই দেশে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, তবে গত পাঁচ থেকে ছয় বছর ধরে পরিস্থিতির অবনতি হচ্ছে। ২০১৯ সাল থেকে প্রতি বছর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।


চলতি বছর এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১৩ হাজার রোগী, মৃত্যুর সংখ্যা ৭৩। এবার বর্ষা আসার আগে থেকেই রোগীর সংখ্যা বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও