সংস্কার শেষে ৭ দিনের মধ্যেই ফের উৎপাদনে যাবে প্রথম ইউনিট
রামপাল পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিটের উৎপাদন আগামী ৭ দিনের মধ্যে ফের শুরু হচ্ছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। আর দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে গত ২৮ জুন। বর্তমানে লোড টেস্টিংয়ের কাজ এগিয়ে যাচ্ছে। সব প্রস্তুতি শেষে দ্বিতীয় ইউনিটও শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাবে।
এদিকে এই তাপ বিদ্যুৎকেন্দ্রে কোনও কয়লা সংকট নেই। আগামী তিন বছরের জন্য ৮০ লাখ টন কয়লার জোগান রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পটির প্রথম ইউনিট ২০২২ সালের ১৫ আগস্ট পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন লোডে ইউনিটটির উৎপাদনক্ষমতা পরীক্ষা করা হয়। গত ২৩ ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় প্রথম ইউনিটে। আর বর্তমানে দ্বিতীয় ইউনিটটির নির্মাণকাজ শেষে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। গত ২৮ জুন জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয় এই ইউনিটের বিদ্যুৎ। এখন ধাপে ধাপে লোড টেস্ট চলছে। এ বছরের সেপ্টেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।