You have reached your daily news limit

Please log in to continue


অ্যান্ড্রয়েডের জন্যও চালু হয়েছে থ্রেডস

অ্যান্ড্রয়েডের জন্যও বেটা সংস্করণ চালু করেছে থ্রেডস। মেটার একজন প্রকৌশলী সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আগ্রহীরা এর বেটা সংস্করণে আসতে পারেন। এদিকে চালু হতে না হতেই বৃহস্পতিবার সকাল নাগাদ এর সাইনআপকারীর সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে।

সংবাদ মাদ্যম এনগেজেট জানায়, এটি চালু হলেও গুরুত্বপূর্ণ কিছু ফিচার এখনও এতে দেখা যাচ্ছে না। এরমধ্যে রয়েছে- হ্যাশট্যাগ, ডিরেক্ট মেসেজ, সম্পূর্ণ ওয়েব সংস্করণ, ধারাবাহিক ফিড, একটি ফলোয়িং ফিড এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ঠিক রেখেই থ্রেডস প্রোফাইল ডিলিট করা।

বেটা সংস্করণ মানেই সেখানে বাগ থাকবে। সুতরাং এখন যারা এটি ব্যবহার করবে তাদের অবশ্যই এর বিপদ সম্পর্কে অবহিত থাকতে হবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। আবার নতুন অবস্থায় অ্যাপটি ব্যবহারকারীর অনেক তথ্য নিতে পারে। হয়তো তা প্রয়োজনের চেয়েও বেশি। মূলত অ্যাপটিকে প্রাথমিক অবস্থায় ডেভেলপ করার জন্য এসব তথ্য নিয়ে থাকতে পারে প্রতিষ্ঠানটি। এমনটাই মন্তব্য করেছে এনগেজেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন