কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে ঈদের ছুটিও কাটায়নি আফগানরা

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৮:৫৩

ঈদের আগে বাংলাদেশে এসে একমাত্র টেস্টে চরম বিব্রতকর অবস্থায় পড়েছিল আফগানিস্তান দল। বাংলাদেশের কাছে তারা হেরেছিল রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে। ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটাররা ঈদের ছুটিতে থাকলেও আফগানিস্তান দল আবুধাবিতে গিয়ে নিতে থাকে প্রস্তুতি, ওয়ানডেতে ভালো করতে ঈদের ছুটিতেও স্বজনদের কাছে যাননি ক্রিকেটাররা।


শনিবার বাংলাদেশকে দ্বিতীয় ওয়ানডেতে ১৪২ রানের বড় ব্যবধানে হারায় আফগানিস্তান। এর আগে প্রথম ওয়ানডেতেও বৃষ্টি আইনে তারা জিতেছিল ১৭ রানে। এক ম্যাচ আগেই তাই জেতা হয়ে গেছে ওয়ানডে সিরিজ। বাংলাদেশকে এর আগে টি-টোয়েন্টি সিরিজে হারালেও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হারাতে পারে প্রথমবার।


বাংলাদেশের কাছে টেস্টে বিশাল হার, তার আগে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারে কিছুটা কোণঠাসা অবস্থা ছিল আফগানিস্তানের। অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি ম্যাচ শেষে জানান, ঘুরে দাঁড়াতে মরিয়া পুরো দল এবার ঈদের আনন্দ বিসর্জন দিয়েছিল, যার পুরস্কারই মিলেছে,  'আমরা খুবই খুশি, সিরিজটি জিততে পেরেছি। পুরো দল দারুণ পারফর্ম করেছে।'


'আমাদের বোলাররা সর্বশেষ সিরিজে ভালো করেনি, ঠিক জায়গায় বল ফেলতে পারেনি। তবে এই সিরিজের জন্য আমরা ঈদের আনন্দ বিসর্জন দিয়েছিলাম। গত ১৪ দিন আবুধাবিতে কঠোর পরিশ্রম করেছি। আগের সিরিজে যে জিনিসগুলো ভালো করতে পারেনি এবার সেসব নিয়ে কাজ করেছি, তার ফলই মিলেছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও