অর্ধ কোটি টাকা পুরস্কার পেলেন জামাল ভূঁইয়ারা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৫:০২

ভারতের সাফ চ্যাম্পিয়নশিপে সাম্প্রতিক সময়ের সেরা পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ২০০৯ সালের পর খেলেছে সেমিফাইনাল। দুর্ভাগ্য কুয়েতের বিপক্ষে দারুণ লড়াই করেও অতিরিক্ত সময়ে গোল হজম করে বিদায় নিতে হয়েছে। দলের এমন পারফরম্যান্সে খুশি হয়ে জামাল ভূঁইয়াদের অর্ধ কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল বাফুফে। রবিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে জামাল-তপুদের হাতে সেই অর্থ তুলে দেওয়া হয়েছে।


এই ঘোষণায় প্রত্যেক ফুটবলার দেড় লাখ টাকা পেয়েছেন। এছাড়া সাফের তিন খেলোয়াড়কে আলাদা করে বাড়তি অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে। তরুণ ফুটবলার শেখ মোরসালিন ও সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো এক লাখ টাকা করে পেয়েছেন। আর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ পেয়েছেন ৫ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও