কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংবিধানকে কলঙ্কিত করেছিল জিয়া

জাগো নিউজ ২৪ তাপস হালদার প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৫:১৪

৯ জুলাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি কালো দিন। ১৯৭৯ সালের এই দিনে জিয়াউর রহমান কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত এবং পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করেন। ইনডেমনিটি অর্থ দায়মুক্তি। এই আইন দ্বারা জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার বিচারের পথ বন্ধ করে দেয়া হয়।


১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যদের দ্বারা হত্যাকাণ্ড সংগঠিত হলেও পেছনে ছিলো দেশি-বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র। ক্ষমতায় বসেন বঙ্গবন্ধুরই দীর্ঘ দিনের সহচর বাংলাদেশের মীরজাফর খ্যাত খন্দকার মোশতাক। তিনি ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করেন। ‘দি বাংলাদেশ গেজেট,পাবলিশড বাই অথরিটি লেখা আদেশটিতে স্বাক্ষর করেন খন্দকার মোশতাক।অধ্যাদেশের প্রথম অংশে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বলবৎ আইনের পরিপন্থী যা কিছুই ঘটুক না কেন,এ ব্যাপারে সুপ্রিম কোর্টসহ কোনো মামলা, অভিযোগ দায়ের বা কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না। দ্বিতীয় অংশে বলা হয়েছে, রাষ্ট্রপতি উল্লিখিত ঘটনার সাথে সম্পৃক্ত বলে যাদের প্রত্যায়ন করবেন, তাদের দায়মুক্তি দেওয়া হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও