কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মশার আবাস খুঁজতে এবার ড্রোন ব্যবহার

প্রথম আলো চট্টগ্রাম সিটি করপোরেশন প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১২:০৩

মশার প্রজননস্থল চিহ্নিত করতে এবার ড্রোন ব্যবহার করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টগ্রাম নগরের ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ার পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন এই কার্যক্রম শুরু করল।


আজ রোববার বেলা ১১টায় ড্রোন ওড়ানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।


নগরের দুই নম্বর গেটের নাসিরাবাদ আবাসিক এলাকা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরের অন্য আবাসিক এলাকাতেও এই অভিযান চালানো হবে বলে জানায় সিটি করপোরেশন।


ড্রোন ব্যবহার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধ বা মশা নির্মূল করা সম্ভব নয়; এ জন্য মানুষের সচেতনতা দরকার। সিটি করপোরেশনের কর্মীরা বিভিন্ন আবাসিক এলাকার ভবনের ছাদে উঠতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও