বৃষ্টি হলেই খিচুড়ি...
প্রথম আলো
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ০৯:০২
উপকরণ: চিনিগুঁড়া চাল ২ কাপ, মুগ ডাল ১ কাপ, মসুর ডাল আধা কাপ, তেল আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, তেজপাতা ২টি, রসুন বাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, কলাপাতা ৫-৬টি, লবণ স্বাদমতো।
প্রণালি: মুগ ডাল সামান্য ভেজে নিন। চাল ও ভেজে রাখা ডাল ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মেখে নিন। একটি পাত্রে তেল মেখে তার ওপর ৪টি কলাপাতা বিছিয়ে দিন। মেখে রাখা মিশ্রণ দিয়ে বাকি কলাপাতা দিয়ে মুখ বন্ধ করে একটি বড় পাত্রে ভাপে বসিয়ে দিন। ৩০-৪০ মিনিট পর ভাপ থেকে নামিয়ে পরিবেশন করুন।