You have reached your daily news limit

Please log in to continue


জ্যাক মার অ্যান্ট গোষ্ঠীকে প্রায় ১০০ কোটি ডলার জরিমানা করেছে চীন

গ্রাহক সুরক্ষা আইন ও করপোরেট নিয়মকানুন ভঙ্গ করার অভিযোগে জ্যাক মার অ্যান্ট গোষ্ঠীকে প্রায় ৯৯৪ মিলিয়ন বা ৯৯ কোটি ৪০ লাখ ডলার জরিমানা করেছে (৭১০ কোটি ইউয়ান) চীনের শীর্ষ আর্থিক নিয়ন্ত্রণ সংস্থা।

ব্যাংকিং, বিমা, অর্থ প্রদান, অ্যান্টি মানি লন্ডারিং ও তহবিল বিক্রয়সংক্রান্ত বিষয়ে অনিয়ম হওয়ায় তাদের এই জরিমানা করা হয়েছে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন, পিপলস ব্যাংক অব চায়না ও ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন। অ্যান্ট গ্রুপও অবশ্য এটা নিয়ে আপত্তি জানায়নি। বরং তারা বিবৃতিতে বলেছে, এই জরিমানার সব শর্ত আন্তরিকাতর সঙ্গে পরিপালন করা হবে এবং সেই সঙ্গে তারা আরও বলেছে, ভবিষ্যতে করপোরেট শাসনব্যবস্থা উন্নত করা হবে। অ্যান্ট গ্রুপ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান।  

এদিকে এ জরিমানার ঘটনা সত্ত্বেও শুক্রবার আলিবাবার শেয়ারের দাম অনেকটা বেড়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই জরিমানার মধ্য দিয়ে আলিবাবার ওপর চীন সরকারের খড়্গহস্ত হওয়ার মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিষয়টি হলো, ২০২০ সালের নভেম্বর মাসে আলিবাবার ৩৭ বিলিয়ন বা ৩ হাজার ৭০০ কোটি ডলারের আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাব বাজারে ছাড়ার কথা ছিল, কিন্তু ঠিক তার কয়েক দিন আগেই চীন সরকারের হস্তক্ষেপের কারণে সেই আইপিও বাতিল হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন