কাঁচা মরিচের বাজারে আগুন, বিপাকে ক্রেতারা
নিত্যপণ্যের বাজারের অস্থিরতায় যখন নাভিশ্বাস ভোক্তার, তখনই আগুন কাঁচা মরিচের বাজারে। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা
শনিবার (৮ জুলাই) ঢাকার মিরপুর এলাকায় ১৪ নম্বরের কাঁচাবাজার সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শাক-সবজি, মাছ, মাংসসহ নিত্যপণ্যের দাম চড়া।
রাজধানীতে কাঁচা মরিচের দামে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন বাজার ও কাঁচা মরিচের প্রকারভেদে ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও যেখানে ১০০-১৫০ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে। হঠাৎ করেই কাঁচা মরিচের এমন দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ বিপাকে পড়েছেন।