দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা কমেছে ৯৬ শতাংশ
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৩, ১১:০৬
দ্বিতীয় প্রান্তিকের পরিচালন মুনাফা ৯৬ শতাংশ কমার কথা জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে চিপের দাম কমে যায়। এ অবস্থায় সরবরাহ কমালেও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি। যদিও পরিচালন মুনাফার এ হ্রাস পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। খবর রয়টার্স।
বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি অনুমান করছে, এপ্রিল-জুন পর্যন্ত তাদের পরিচালন মুনাফা ৬০০ বিলিয়ন ওন বা ৪৫ কোটি ৯০ হাজার ডলারে নেমে এসেছে। প্রাথমিক আয়ের সংক্ষিপ্ত বিবৃতি অনুসারে এক বছর আগে যা ছিল ১৪ দশমিক ১ ট্রিলিয়ন ওন। কোম্পানির তথ্য অনুযায়ী, ২০০৯ সালের প্রথম প্রান্তিকে ৫৯ হাজার কোটি ওনের পর যা স্যামসাংয়ের সর্বনিম্ন মুনাফা অর্জনের রেকর্ড।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে