কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাই চান্স নুর

দেশ রূপান্তর হাবীব ইমন প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ১৭:০৮

‘সুযোগ সন্ধানী’ বলে সমসাময়িক রাজনীতিতে একটা কথা প্রচলিত, অবশ্য এটা বহু আগে থেকে চলে আসছে। কিন্তু কথাটা শোভন নয়। অথচ আমাদের দেশে সুযোগ সন্ধানী লোকের সংখ্যাই দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তাদেরই একজন নুরুল হক নুর প্রথম থেকে যাকে ‘সন্দেহভাজন’ মনে হয়েছে। সম্প্রতি ইসরায়েলি এবং মোসাদের কথিত এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে তার দেখা করার সত্য-মিথ্যা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে আমার ধারণাটা সঠিক ছিল। রাজনীতির নৈতিক স্খলন ও দুর্ভিক্ষের একটা চরিত্র নুর।


ইসরায়েলকে কখনো বাংলাদেশের মানুষ সমর্থন করে না। ‘নৈতিক রাষ্ট্র’ হিসেবে বাংলাদেশ কখনো স্বীকার করে না। সেই দেশের সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে নুরের এত সখ্য কেন? এত বৈঠক কীসের? শোনা যাচ্ছে একবার নয়, তিনবার তাদের বসা হয়েছে। এটা বাংলাদেশবিরোধী গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত; রাজনীতির জন্য অশনি সংকেত। এটা ‘রাজনৈতিক আত্মহত্যা’ বললে ভুল হবে না। শুরু থেকেই বাই চান্স, সিম্প্যাথি ও ‘চালাকির’ রাজনীতি করেই আজকের নুরুল হক নুর গড়ে উঠেছেন। সুযোগের অভাবে তিনি আরও বড় বড় অপরাধ করতে পারেননি। কিন্তু সুযোগ পেলে নুর যে ‘সাগর চুরির’ মতো মানসিকতা রাখেন সেটি সহজেই অনুমান করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও