কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাড়ছে প্রকল্প অনুমোদন

যুগান্তর প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ১০:২০

নির্বাচনি অর্থবছর ঘিরে বাড়ছে উন্নয়ন প্রকল্প অনুমোদন। গত দুটি একনেকের (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় অনুমোদন দেওয়া হয় ৩৪টি প্রকল্প। এসব বাস্তবায়নে ব্যয় হবে ৩৫ হাজার ৭৫০ কোটি টাকা।


এর মধ্যে সরকারি তহবিল থেকে ২০ হাজার ৩১৮ কোটি ৪৫ লাখ, বৈদেশিক ঋণ থেকে ১৫ হাজার ৩৩৪ কোটি ৬৭ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৯৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় করা হবে। এছাড়া ২৫ কোটি টাকার নিচে পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে অনুমোদন দেওয়া হয়েছে আরও ১৪টি প্রকল্প। পাইপলাইনে আরও শতাধিক প্রকল্প আছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।


সূত্র জানায়, ভোটার তুষ্টি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্পগুলোই গুরুত্ব পাচ্ছে। আগামী দিনে এই ধারা অব্যাহত রেখে আরও বেশি প্রকল্প অনুমোদন দেওয়া হতে পারে বলে জানা গেছে। কিন্তু এটি চলমান সংকটময় পরিস্থিতিতে দেশের অর্থনীতির জন্য সুখকর নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেওয়ার সময় এটা নয়। একদিকে ডলার সংকট, অন্যদিকে রাজস্ব আদায় কাঙ্ক্ষিত নয়। পাশাপাশি এসব প্রকল্প শেষ পর্যন্ত জনকল্যাণের চেয়ে অপচয়ের আশঙ্কাই থাকে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও