ডেঙ্গু রোগী বাড়তে থাকায় মশকনিধনে তোড়জোড়

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ০৭:৩২

এবার ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে—স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমন সতর্কবার্তা থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগে ঘাটতি ছিল। বছরের প্রথম ছয় মাসেই ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যু দুটোই যখন বেড়ে চলেছে, তখন দুই সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রমে তোড়জোড় দেখা যাচ্ছে।


গতকাল বুধবার থেকে ঢাকা উত্তর সিটি মশার উৎসস্থল শনাক্তে ড্রোন ব্যবহার শুরু করেছে। পাশাপাশি এ বছর প্রথমবারের মতো মশক নিয়ন্ত্রণে মাসব্যাপী বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে ৮ জুলাই। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি গত মঙ্গলবার মশক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে।


জনস্বাস্থ্যবিদেরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়ানো জরুরি। অথচ ঢাকার দুই সিটি করপোরেশনেরই জনসচেতনতামূলক কার্যক্রমে ঘাটতি রয়েছে। তাদের কার্যক্রম মূলত কিছু নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করার মধ্যেই সীমাবদ্ধ। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম আরও কয়েক গুণ বাড়াতে হবে বলে তাঁরা মনে করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও