টুইট সংখ্য সীমিত করার পক্ষে যুক্তি দিলেন টুইটার সিইও
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ২০:০২
টুইটারে টুইট পড়ার সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। তবে, এর পক্ষে যুক্তি দিয়ে সম্প্রতি টুইট করেছেন কোম্পানির সিইও লিন্ডা ইয়াকারিনো।
পয়লা জুলাই ব্যবহারকারীর দৈনিক টুইট পড়ার সংখ্যায় সীমা বেঁধে দেওয়ার ঘোষণা দেয় টুইটার। কোম্পানি বলেছে, এই পদক্ষেপ নিয়ে ব্যবহারকারী ও বাজার বিশ্লেষকরা সমালোচনা করলেও তাদের বিজ্ঞাপনী আয় স্থিতিশীল আছে।
“টুইটারের মতো মিশন হাতে থাকলে আপনাকে নিশ্চিতভাবেই প্ল্যাটফর্মের সক্ষমতা বাড়ানোর জন্য বড় পদক্ষেপ নিতে হবে।” --টুইট করেন লিন্ডা।
শনিবার মাস্কের ঘোষণার পর এই বিষয়ে এটিই লিন্ডার প্রথম মন্তব্য। তিনি বলেন, ‘সীমাহীন’ ডেটা স্ক্র্যাপিং ও সিস্টেম ম্যানিপুলেশনের মতো বিষয়াদি নিরুৎসাহিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নিতে হয়েছে।