সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘কর্তৃপক্ষ’ বিল উত্থাপন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১৯:২৯
ঢাকা: সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত, ক্রয় প্রক্রিয়া সহজ ও টেকসই এবং ক্রয় কাজে অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন একটি অথরিটি (কর্তৃপক্ষ) গঠন করা হবে। এ লক্ষ্যে জাতীয় সংসদে ‘বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট বিল-২০২৩’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বিলের ওপর আপত্তি জানান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তবে তার আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর পাশাপাশি ৬০দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।