সৌদি আরবের মক্কায় কাবা শরীফ তাওয়াফের সময় গোলাম মোস্তফা সরকার বাবু (৪৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত তিনটার দিকে তিনি মারা যান।গোলাম মোস্তফা সরকার বাবু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা কলেজ রোড এলাকার রোস্তম আলী সরকারের বড় ছেলে। গোলাম মোস্তফার ছোট ভাই রফিকুল হাসান বাপ্পি জানান, মঙ্গলবার রাত তিনটায় কাবা শরীফ তাওয়াফ করা পর তিনি নিজ কক্ষে ফিরে আসেন। কক্ষে আসার পর তার শরীর ঘাম ছিল এবং হঠাৎ করেই দুর্বল হয়ে পড়েন। সে সময় তার সঙ্গীরা দ্রুত মক্কা নগরীর বাংলাদেশ চিকিৎসা ক্যাম্পে নিয়ে যান।