কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেগা প্রকল্পের ঋণ পরিশোধ নিয়ে সরকার ভীত নয়

www.kalbela.com এম এ মান্নান প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১০:৪০

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাক্ষাৎকারে বিদেশে অর্থ পাচার, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা, প্রকল্প ব্যয় ও চুরি নিয়ন্ত্রণে ব্যবস্থা এবং পরিকল্পনা কমিশনের ক্ষমতায়নসহ নানা বিষয় নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন এম এম মুসা


মেগা প্রকল্পের ঋণ পরিশোধ নিয়ে সরকার ভীত নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, বাংলাদেশ ঋণ পরিশোধে কখনো ব্যর্থ হয়নি। প্রতিবছর বাজেটের বড় একটা অংশ থাকে অতীতের ঋণ পরিশোধের জন্য। এ বছরের বাজেটেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে ঋণ পরিশোধের; ভবিষ্যতেও থাকবে। কালবেলাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে বলেন, মেগা প্রকল্প থেকে আমাদের আয় আসছে। এরই মধ্যে পদ্মা সেতু থেকে টোল বাবদ অর্থ পেয়েছি। অর্থ মন্ত্রণালয়ের ঋণের কিস্তিও পরিশোধ করা হয়েছে। মেট্রোরেল পুরোপুরি চালু না হলেও কিছু আয় আসছে। মেট্রোরেল চলতি বছরের শেষ নাগাদ যখন কমলাপুর পর্যন্ত যাওয়া-আসা শুরু করবে, তখন আয়ও বেড়ে যাবে। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ প্রসঙ্গে তিনি বলেন, জেনে-বুঝে চুক্তিতে সই করা হয়েছে। আইনগতভাবে চুক্তি থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। এটা ভালো ব্যবস্থা নয়। ঠেকায় পড়ে করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও