আমেরিকার নতুন নিষেধাজ্ঞায় চিপ তৈরির উপকরণের রপ্তানি সীমিত করবে চীন
www.tbsnews.net
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ১৬:০১
মার্কিন যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত দুর্লভ কয়েকটি উপকরণের রপ্তানি সীমিত করার ঘোষণা দিয়েছে চীন। জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক পরাশক্তির দেশটি।
আগামী ১ আগস্ট থেকে চীনা রপ্তানিকারকদের গ্যালিয়াম ও জার্মেনিয়াম ধাতু সম্পর্কিত বেশ কয়েকটি পণ্য রপ্তানি করতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সরকারের অনুমতি গ্রহণের প্রয়োজন হবে।
গতকাল (সোমবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমসের পক্ষ থেকে একটি গাইডলাইন ইস্যু করে এ সিদ্ধান্ত জানানো হয়। মূলত সেখানে দেশের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।