সিলেটি গানের মাধ্যমে ‘৫০ বছর পূর্তির যাত্রা শুরু সোলস’র
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ১৫:২৯
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’ তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করেছে বিশেষ গান ‘কিতা বাইসাব বালানি’। এটি সিলেট অঞ্চলের লোকপ্রিয় একটি গান।
নতুন করে গানটির সংগীতায়োজন করেছে সোলস।
৫০ বছরের ইতিহাসে এবারই প্রথম চট্টগ্রামের বাইরে অন্য কোনো আঞ্চলিক গান নিয়ে হাজির হলো দলটি।
চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা পার্থ বড়ুয়া গেয়েছেন গানটি। তিনি বলেন, ‘কয়েক দিন আগে আমরা ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডের লোগো উন্মোচন করেছিলাম। তখনই জানিয়েছি পর্যায়ক্রমে ৫০টি গান প্রকাশ ছাড়াও বেশ কিছু আয়োজন করব আমরা। তারই যাত্রা হলো সিলেটি ভাষার এই গানের মাধ্যমে।