কৌশল কাজে দিয়েছে, গাড়ি বিক্রি ব্যাপক বেড়েছে টেসলার
প্রথম আলো
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ১২:৩২
গাড়ির বিক্রি বাড়াতে চলতি বছর কয়েক দফায় দাম কমিয়েছে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা। এতে বেশ কাজও হয়েছে। কোম্পানির তথ্যানুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রেকর্ডসংখ্যক গাড়ি বিক্রি করেছে টেসলা।
বিবিসির খবরে বলা হয়, বছরের দ্বিতীয় প্রান্তিকে টেসলা মোট ৪ লাখ ৬৬ হাজার ১৪০টি গাড়ি বিক্রি করেছে, আগের বছরের একই সময়ের চেয়ে যা ৮০ শতাংশ বেশি। প্রথম প্রান্তিকে টেসলা মোট ৪ লাখ ৮০ হাজার গাড়ি উৎপাদন করেছে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বাজারে গাড়ির দাম কমিয়েছে টেসলা। এতেই কাজ হয়েছে। টেসলা ছাড়াও চীনের বড় গাড়ি কোম্পানিগুলোও জানিয়েছে, জুন মাসে গাড়ি বিক্রি বেড়েছে।