সাফের শিরোপা ভারতের না কুয়েতের?

সমকাল বেঙ্গালুরু প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ১১:০১

সাফের নবম শিরোপা জয়ের লক্ষ্যে আজ ফাইনালে নামছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক ভারত। তবে তাদের কাজটা এত সহজ নয়। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত তাদের প্রতিদ্বন্দ্বী। অবশ্য কুয়েতের (১৪১) চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা লেবাননকে (১০২) সেমিতে হারিয়ে এসেছে তারা। তাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন সুনীল ছেত্রীরা। 


বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে ম্যাচটি। দুটি দলই অপরাজিত থেকে উঠে এসেছে ফাইনালের মঞ্চে। সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে লেবাননকে ৪-২ ব্যবধানে হারায় ভারত। বাংলাদেশের বিপক্ষে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জিতে ফাইনালে উঠেছে কুয়েত। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও