কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

প্রথম আলো জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ০৯:০৩

কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গতকাল সোমবার সারা দেশের ৫৩টি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কাঁচা মরিচ ছাড়াও অন্যান্য নিত্যপণ্যের দামের বিষয়েও তদারক করা হয়। এ সময় পণ্যের মূল্য কারচুপি, মূল্যতালিকা ও ভাউচার না থাকায় ১৪৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে সংস্থাটি।


এক বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, কাঁচা মরিচ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। ঢাকা মহানগরসহ দেশের ৫০টি জেলা ও মহানগরীতে একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের ফলে বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছে অধিদপ্তর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও