অস্থির জুলাইয়ের রাজনীতি

যুগান্তর প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩, ১০:১৮

চলতি জুলাই মাস থেকে একদফার আন্দোলন শুরু করতে চায় বিএনপির নেতৃত্বাধীন বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এ আন্দোলন মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে এ মাসে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলও এ মাসে ঢাকা সফরে আসতে পারে। তারা নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে মতামত দেবেন। তাদের মতামতের ওপর নির্ভর করবে ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি। তাই সরকার ও বিরোধী দলের শোডাউন এবং সংকট নিরসনে বিদেশি কূটনীতিকদের এই দ্বিমুখী চাপে অস্থির হয়ে পড়তে পারে জুলাইয়ের রাজনীতি। বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক কারণে এ মাস থেকে নানামুখী আরও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।


এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ রোববার যুগান্তরকে বলেন, ‘ঈদের পরে আন্দোলনে যাবে-এই ধরনের ঘোষণা দিয়ে বিএনপি কয়েকটি ঈদ পার করেছে। এবার তারা কতদূর পারবে জানি না। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, তারা মাঠের দখল ছাড়বে না। তাই দিন যত যাবে পরিস্থিতি ততই উত্তপ্ত হতে থাকবে। অতীতের মতো সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। আগামী কয়েকটা মাসে অনেক খেলা হবে।’ মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফরে সমঝোতার কোনো সম্ভাবনা দেখছেন কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সমঝোতার সম্ভাবনা একেবারেই শূন্য। সরকারি দল আওয়ামী লীগ তো ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতাকে তাদের (সরকার) বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করেছে। তবে একটা ভালো নির্বাচনের জন্য তাদের (যুক্তরাষ্ট্র) চাপ রয়েছে, তাই বিএনপি একটু আশা দেখছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও