বাসদ ও গণঅধিকার পরিষদ কী জবাব দেবে?

সমকাল মারুফ মল্লিক প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩, ০১:৩১

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণঅধিকার পরিষদ একই সমান্তরালে চলে এসেছে। আদর্শ, রাজনীতি ও গঠন প্রক্রিয়া তাদের আলাদা। কিন্তু আচরণগত জায়গায় দল দুটি এক বিন্দুতে মিলে গেছে। সম্প্রতি এ দুটি দলের নেতাদের বিরুদ্ধে কিছু স্পর্শকাতর অভিযোগ উঠেছে। বাসদের কয়েকজন নেতার বিরুদ্ধে চারিত্রিক স্খলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে। দুই দলের মধ্যে মিলের জায়গাটি হচ্ছে, উভয় দলই এসব অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে তদন্তে অস্বীকৃতি জানিয়েছে।


ভোটের রাজনীতিতে প্রভাবশালী ও কার্যকরী না হলেও আদর্শ ও তাত্ত্বিক জায়গা বিবেচনায় বাসদ দেশের রাজনীতিতে আদর্শবাদী এক দল হিসেবে পরিচিত। রাজনৈতিক সংগ্রামের পথে বাসদ কখনোই সমঝোতাকারী দল হিসেবে পরিচিতি লাভ করেনি, আবার জোরদার বিরোধী আন্দোলনেও শামিল হয়নি। বরং মার্ক্সবাদী বামধারার দলগুলোর মধ্যে অনেকটাই নৈতিক অবস্থান ধরে রেখেছিল। বিপরীতে অপেক্ষাকৃত নতুন দল হচ্ছে গণঅধিকার পরিষদ। তরুণদের গণআন্দোলন থেকে দলটি তৈরি হয়। বর্তমানের দুর্বৃত্তায়িত রাজনীতির বাইরে গিয়ে দলটি পৃথক একটি অবস্থান তৈরি করতে পারবে বলে জনমনে আশা ছিল। জনসাধারণের আকাঙ্ক্ষা ছিল, প্রচলিত রাজনীতির কলুষতা এদের স্পর্শ করতে পারবে না। কিন্তু এই দলটিও হতাশ করেছে। ফলে দেখা যাচ্ছে, আদর্শগত জায়গা থেকে পৃথক হলেও দল দুটি একই ধরনের সমস্যায় পতিত হয়েছে। এটা হচ্ছে বাস্তবতাকে অস্বীকারের চেষ্টা। সমস্যা স্বীকার না করে আড়াল করার চেষ্টা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও