প্রতিবেশীদের নতুন দৃষ্টিতে দেখছে ভারত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার দেশটির রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ৯ বছর পূর্তি উপলক্ষে কিছু বক্তব্য দেন। দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেখানে তিনি বলেছেন– ‘৯ বছরে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে আকাশ-পাতাল পরিবর্তন এসেছে। প্রতিবেশী দেশগুলোর সব রাজনৈতিক দল ও সব সরকারের সঙ্গে একভাবে কাজ করার ক্ষমতা ও দক্ষতা আজকের ভারত আয়ত্ত করেছে। প্রতিবেশীদেরও এভাবে গড়ে তুলতে ভারত সচেষ্ট।’
বক্তব্যটি জয়শঙ্করের নিজস্ব বলেই আমি বিশ্বাস করছি। তাঁর এ বক্তব্য খুবই যথার্থ বলে আমার কাছে মনে হয়েছে। এই বক্তব্যকে যদি আমি একটি দৃষ্টান্ত হিসেবে দেখি; যদি আঞ্চলিক সহায়তার ক্ষেত্রে সত্যিই এমনটা ঘটে, তাহলে এটাকে আমি বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করতে পারব।
- ট্যাগ:
- মতামত
- ভারত
- প্রতিবেশী
- নরেন্দ্র মোদি
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে