৩৬ হাজার টন কয়লা পৌঁছাল পায়রা বন্দরে
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে দ্বিতীয় জাহাজ ভিড়ল পায়রা বন্দরে। পানামার পতাকাবাহী জাহাজ এমভি পাভো ব্রেইভ রোরবার সকালে পায়রা বন্দরে নোঙ্গর করে। আজ দুপুর ১২ থেকে কয়লা খালাস শুরু হয়েছে।
পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে এমভি পাভো ব্রেইভ মাদার ভ্যাসেলটি কয়লা নিয়ে পায়রা বন্দরের উদ্দেশ্য যাত্রা করে। শনিবার রাতে জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের বর্হিনোঙরে পৌঁছায়। রোববার সকাল ১০টার দিকে জাহাজটি রাবনাবাদ চ্যানেলের অভ্যন্তরীণ নোঙরে ভিড়েছে। আগামী ৫ জুলাই আরও ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা পায়রা বন্দরে আসবে।