যে ৫ কারণে বিশ্বকাপ খেলতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলো প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ১০:০১

ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া বিশ্বকাপ-অবিশ্বাস্যই লাগছে ব্যাপারটা!  ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুবারের চ্যাম্পিয়নরা ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপেই থাকছে না। গতকাল স্কটল্যান্ডের কাছে হারায় কঠিন এই বাস্তবতার মুখোমুখি ক্যারিবিয়ানরা।


বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারার পর বাছাইপর্ব পেরোতে সুপার সিক্স পর্বের তিনটি ম্যাচই ক্যারিবীয়দের জিততে হতো। এরপর তাকিয়ে থাকতে হতো অন্য দলগুলোর দিকেও। কাল হারারেতে সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।


ওয়েস্ট ইন্ডিজের এমন বিদায় হয়তো প্রত্যাশিত ছিল না। তবে একেবারে বিনা মেঘে বজ্রপাতও ছিল না। কারণ, এ দলটা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর কোনো আইসিসি ইভেন্টে ভালো কিছু করতে পারেনি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই চক্রেই ৯ দলের মধ্যে তাদের অবস্থান ছিল ৮ নম্বরে। এর আগের ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের মধ্যে তাদের অবস্থান ছিল ৯ নম্বরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও