You have reached your daily news limit

Please log in to continue


ইনস্টাগ্রামের অ্যালগরিদম: মার্কিন সিনেটরের চিঠি জাকারবার্গেকে

শিশুদের ওপর যৌননিপীড়ন সংশ্লিষ্ট উপাদানে সহায়তা করে ইনস্টাগ্রামের অ্যালগরিদম – এমন খবর প্রকাশের পর মেটা সিইও মার্ক জাকারবার্গকে চিঠি লেখার কথা বলেছেন মার্কিন সিনেটের দুই সদস্য।

সিনেটের বিচার বিষয়ক কমিটির চেয়ারম্যান ডিক ডার্বিন ও রিপাবলিকান দলের লিন্ডজি গ্রাহামের লেখা ওই চিঠির কথা শুক্রবার এক প্রতিবেদনে  জানিয়েছে রয়টার্স।

শিশুদের ওপর যৌন নিপীড়নের কন্টেন্ট বিক্রি করে এমন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে অ্যাপটির রিকমেন্ডেশন অ্যালগরিদম – এক অনুসন্ধানী গবেষণায় উঠে আসা এমন তথ্য গত মাসে প্রকাশিত হয় সিএনবিসির এক প্রতিবেদনে।

সেখানে মেটার এক মুখপাত্র জানান, এই সংকট নিরসনে কোম্পানিটি একটি আভ্যন্তরীন টাস্কফোর্স গঠনসহ একধিক ব্যবস্থা গ্রহণ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন