কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের খেলা দেখে ‘অবাক হননি’ কুয়েত কোচ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ২১:০৫

দ্বিতীয় মিনিটেই রক্ষণে হানা দিল বাংলাদেশ। রাকিব হোসেনের আড়াআড়ি পাস পায়ে পেলেন শেখ মোরসালিন, কিন্তু গোলরক্ষকে একা পেয়েও গোলের আনন্দে ডানা মেলতে পারলেন না তিনি। ৬০তম মিনিটে রাকিবের শট ফিরল ক্রসবার কাঁপিয়ে। শেষ পর্যন্ত হেরে গেলেও দারুণ ফুটবল খেলে কুয়েতকে কাঁপিয়ে দেওয়া বাংলাদেশ পেল প্রতিপক্ষ কোচের প্রশংসা। 


বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শনিবার প্রথম সেমি-ফাইনালে শুরু থেকেই গোছালো ফুটবলের পসরা মেলেছিল বাংলাদেশ। কিন্তু অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় হাভিয়ের কাবরেরার দল। 


শুরু থেকে রক্ষণে দৃঢ়তা দেখিয়েছেন তপু বর্মন, কাজী তারিক রায়হান, ইসা ফয়সাল ও বিশ্বনাথরা। পরে বদলি নামা রহমতরাও দারুণভাবে আগলে রাখছিলেন রক্ষণভাগ। গোললাইন থেকে সেভ করেছেন ইসা। পোস্টের নিচে বিশ্বস্ত দেয়াল হয়ে ছিলেন আনিসুর রহমান জিকো। কিন্তু শেষ পর্যন্ত কুয়েতের বিপক্ষে পেরে ওঠেনি দল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও