বাণিজ্যিক যানবাহন খাতের যত সমস্যা
মূলত সড়ক অবকাঠামো ও শিল্প খাতের উন্নয়নের কারণে গত এক দশকে বাংলাদেশে বাণিজ্যিক যানবাহনের বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। তবে এই খাত বর্তমানে ধারাবাহিকভাবে দাম বেড়ে যাওয়া, বিক্রি কমে যাওয়া ও বিভিন্ন আইনের সংস্কারের কারণে সমস্যার মুখোমুখি হচ্ছে।
২০২২ সালের মার্চে দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বাণিজ্যিক যানবাহনের অভ্যন্তরীণ বাজারের আকার ২০১০ সালে ২ হাজার কোটি টাকা থেকে ২০২১ সালে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকায় উন্নীত হয়। অর্থাৎ, গড় বার্ষিক প্রবৃদ্ধি ছিল প্রায় ১৫ শতাংশ। রাস্তা এবং অবকাঠামো সুবিধার উন্নতি অব্যাহত থাকার কারণে এই প্রবৃদ্ধি অর্জিত হয় বলে বিশ্লেষকরা মত দেন।
বাণিজ্যিক যানবাহনের চাহিদার বড় একটি অংশ আসে পোশাক শিল্পখাত থেকে। শিল্প বিশ্লেষকদের মতে, ২০২২ সালে হালকা বাণিজ্যিক যানবাহন (এলসিভি) বাজারের আকার প্রায় ১ হাজার ২০০ কোটি টাকায় পৌঁছে। যেখানে, গত ৩ বছরে গড়ে ১১ হাজার করে এলসিভি বিক্রি হয়। বাণিজ্যিক যানবাহনের বাজারের ৪২ শতাংশ দখল করে আছে এই এলসিভি। ২০২২ সালে বিক্রি আরও ৬ শতাংশ বেড়ে যাওয়ায় মার্কেট শেয়ারের পরিমাণ দাঁড়ায় ৪৫ শতাংশ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- উৎপাদন
- যানবাহন
- শিল্প খাত
- বাণিজ্যিকীকরণ