৪৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ‘বিপজ্জনক পরিস্থিতি’তে ইংল্যান্ড

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুন ২০২৩, ১৯:৩২

এক ওভার হাত ঘোরানো স্টিভেন স্মিথ ছাড়া ততক্ষণে অস্ট্রেলিয়ার প্রায় সব বোলারই উইকেট তুলে নিয়েছেন, স্বীকৃত বোলারদের মধ্যে বাকি ছিলেন শুধু প্যাট কামিন্স। কিন্তু লর্ডসের যে সকালটা শুধুই অস্ট্রেলিয়ার, সে সময় অধিনায়ক আর বঞ্চিত থাকেন কীভাবে?


ইংল্যান্ডের দশ নম্বর ব্যাটসম্যান জশ টাংয়ের জন্য একটা শর্ট বলই করতে হলো কামিন্সকে। আর সেই বলে শর্ট লেগে ম্যাট রেনশকে ক্যাচ দিলেন টাং। কামিন্স পেলেন প্রথম উইকেট, ইংল্যান্ড হারাল শেষ উইকেট।


তৃতীয় দিনের সকালে ১৫.২ ওভারে ৪৭ রান তুলতেই শেষ ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে দিন শুরু করে দেড় ঘণ্টা পর ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমে গেছে ৩২৫ রানে।


প্রথম ইনিংসে ৪১৬ রান তোলা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে পেয়েছে ৯১ রানের লিড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও