কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফ্রান্সে বিক্ষোভে অগ্নিসংযোগ-লুটপাট, জরুরি বৈঠকে মাখোঁ

www.ajkerpatrika.com ফ্রান্স প্রকাশিত: ৩০ জুন ২০২৩, ২০:১৬

ফ্রান্সে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক আফ্রিকান কিশোর নিহতের ঘটনায় দেশব্যাপী ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত চলমান সহিংসতায় ২৪৯ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আটক করা হয়েছে ৬৬৭ জনের বেশি বিক্ষোভকারীকে। 


ফ্রান্সের প্রেসিডেন্ট অভিযুক্তের বিচারের আশ্বাস দিয়ে ক্ষুব্ধ জনতাকে শান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি মন্ত্রীদের নিয়ে আপৎকালীন বৈঠকেও বসেছেন। 


ফ্রান্সের পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ জুন) মার্সেই, লিয়ন, পাউ, তুলুস ও লিল শহরেও সহিংসতা দেখা গেছে। প্যারিসে বেশ কিছু দোকানে লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দাঙ্গা থামাতে মোতায়েন করা হয়েছে ৪০ হাজারের বেশি পুলিশ সদস্যকে। 


জানা যায়, প্যারিসের পশ্চিমে নান্তেরে এলাকায় নাহেল এম নামের ওই কিশোর গত মঙ্গলবার গাড়ি চালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ তাকে থামতে বলে। সে না থামলে পুলিশ খুব কাছে থেকে তাকে গুলি করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও