ঈদের দিন কাঁচামরিচ ২০০ টাকা কেজি, পরের দিন ৬০০
কুষ্টিয়ার খোকসায় ঈদের দিন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২০০ টাকা। ঈদের পরের দিন (শুক্রবার) খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে।
সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার উপজেলা সদরে খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়। শুক্রবার তা বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে।
ক্রেতা রোকেয়া খাতুন বলেন, ঈদের দিন ২০০ টাকা করে কাঁচামরিচ কিনেছিলাম। আজ তা ৬০০ টাকা করে বিক্রি হচ্ছে। এত দামে মরিচ কিনে মেসের লোকদের কি বলব?