মেক্সিকোতে তাপদাহে ‘অন্তত ১০০ মৃত্যু’
মেক্সিকোর অনেক এলাকায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তাপমাত্রার মধ্যে দেশটিতে দুই সপ্তাহে তাপ-জনিত কারণে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলতি মাসে তিন সপ্তাহব্যাপী তাপদাহে রেকর্ড চাহিদার কারণে মেক্সিকোতে বিদ্যুতের গ্রিডের ওপর ব্যাপক চাপ পড়ে; বাধ্য হয়ে কর্তৃপক্ষকে কিছু এলাকায় ক্লাস স্থগিত রাখতে হয়।
দুই সপ্তাহে যতজনের মৃত্যু হয়েছে, তার দুই-তৃতীয়াংশই হয়েছে ১৮-২৪ জুনের মধ্যে, বাকিগুলো তার আগের সপ্তাহে, অতিরিক্ত তাপমাত্রা নিয়ে দেওয়া এক প্রতিবেদনে এমনটাই বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত বছরের এই সময়ে দেশটিতে তাপজনিত কারণে মাত্র একজনের মৃত্যুর কথা জানা গিয়েছিল, বলেছে তারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- তাপদাহ