কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুধু মাথাব্যথা কমানো নয়, আরও অনেক কাজের

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুন ২০২৩, ১১:০৫

ঘরের কারো মাথাব্যথা হলে বা কোথাও ব্যথা পেলে প্রথমেই খোঁজ পড়ে ছোট নীল একটি কৌটার। হুম, ঠিক ধরেছেন, কৌটাটি ভিক্সের।


শুধু মাথা বা ঘাড়-পা ব্যথায়ই নয়। আরও অনেক কাজেই ভিক্সের ব্যবহার করা যায়।  


ভিক্সের কিছু ব্যবহার 


•    যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে, ব্রণ থেকে মুক্তি পেতে অনেক কিছুই করা শেষ। এবার মাত্র কয়েকদিন সময় দিন ভিক্সকে।


প্রতি রাতে ত্বক পরিষ্কার করে ব্রণের ওপর ভিক্স লাগিয়ে ঘুমিয়ে পড়ুন,সকালে দেখবেন আপনার ব্রণ অনেকটাই সেরে গেছে। এভাবে এক সপ্তাহ ব্যবহার করুন, ব্রণ তো যাবেই সঙ্গে দাগগুলোও দূর হবে।  


•    মাথা ব্যথার সব সময়ের সহজ সমাধান ভিক্স। মাথাব্যথা হলে মাথার দুই পাশে ভালো করে ভিক্স লাগান, দেখবেন ব্যথা কমে গেছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও