You have reached your daily news limit

Please log in to continue


শস্যভান্ডারে কমেছে আবাদি জমি, কৃষি অর্থনীতিতে আঘাত

দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী এলাকা থেকে মাতাসাগর হয়ে একটি রাস্তা চলে গেছে রাজারামপুর এলাকায়। রাস্তার দুই পাশে তাকালে দেখা যায়, আবাদি জমি দখল করে গড়ে উঠেছে আবাসন প্রকল্প। অথচ তিন-চার বছর আগেও এ অবস্থা ছিল না। এই রাস্তার দুই পাশ ছিল সবুজের সমারোহ। ফসলে ফসলে ভরা ছিল মাঠ। সে অবস্থার পরিবর্তন হয়ে এখন গড়ে উঠছে বসতবাড়ি ও দালানকোঠা।

শুধু এই রাস্তার দুই পাশ নয়; রাজারামপুর থেকে নহনা, শহরের মহারাজা এলাকা থেকে পার্বতীপুর, দিনাজপুর-ফুলবাড়ী, দিনাজপুর-বীরগঞ্জ, দিনাজপুর-বিরলসহ সব সড়ক ও মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে বসতবাড়ি, আবাসন, শপিংমল ও কলকারখানা। এর বাইরে কৃষিজমির ওপর অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে ইটভাটা। গোটা জেলার এমন চিত্র কৃষিজমি গ্রাস করেছে। ফলে হুমকিতে পড়েছে কৃষি অর্থনীতি।

পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, শস্যভান্ডারখ্যাত দিনাজপুর জেলার কৃষিজমি দিন দিন কমছে। কমেছে উৎপাদনের পরিমাণ। কৃষিজমিতে অপরিকল্পিত আবাসন, কলকারখানা আর ইটভাটা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি এসব কলকারখানা আর ইটভাটার কালো ধোঁয়া নষ্ট করছে ফসল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন