কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চ্যাটজিপিটি তিনি যোগ করলেন উইনডোজ ৩.১ পিসিতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১৯:৩৯

উইন্ডোজ ৩.১ পিসির জন্য চ্যাটজিপিটির একটি ক্ষুদে সংস্করণ বানিয়েছেন একজন ডেভলোপার, যা বহুকাল আগেই অতীত হয়ে যাওয়া ৩৮৬ চিপেও চালানো সম্ভব। 


এই অজ্ঞাতনামা ডেভলাপার এর পূর্বে উইন্ডোজ ৩.১ অপারেটিং সিস্টেমের জন্য উইন্ডেল গেইমসেরও একটি ক্লোন বানিয়েছিলেন। এবার নতুন সংস্করণটির নাম তিনি দিয়েছেন ‘উইনজিপিটি’।


“আমি চেয়েছি আমার ১৯৯৩ সালের ‘গেটওয়ে ৪ডিক্স২-৬৬’ পিসিটি এআই বিল্পব থেকে বঞ্চিত না হোক।” 


“তাই আমি ওপেনএআইয়ের এপিআই দিয়ে উইন্ডোজ ৩.১ এর জন্য একটি এআই সহকারী বানিয়েছি” – হ্যাকার নিউজের একটি থ্রেডে তিনি লিখেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।


নতুন এই উইনজিপিটি লেখা সি ল্যাঙ্গুয়েজে আর ওপেনএআইয়ের এপিআইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে টিএলএস ১.৩ ব্যবহার করে, তাই এটি তৈরিতে আধুনিক কোনো কম্পিউটারের ব্যবহার করতে হয়নি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও