রাহুল গান্ধীকে আটকানো হলো মণিপুরে, প্রতিবাদ কংগ্রেসের
সাম্প্রতিক জাতি ও ধর্মীয় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জেলা চুড়াচাঁদপুরে যাওয়ার সময় আজ বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বিষ্ণুপুরে রাহুলকে আটকিয়ে দেয় স্থানীয় প্রশাসন।
বিষ্ণুপুর জেলার পুলিশ প্রধান হেইসনাম বলরাম সিং প্রচারমাধ্যমকে বলেন, ‘ওই অঞ্চলের পরিস্থিতি বিবেচনা করে আমরা রাহুল গান্ধীকে যেতে নিষেধ করেছিলাম, হেলিকপ্টারে চূড়াচাঁদপুর যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। যে সড়ক ধরে রাহুল গান্ধী যাচ্ছিলেন, সেই সড়কে গ্রেনেড হামলার আশঙ্কা রয়েছে। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা তাঁকে অনুমতি দিইনি।’
পরে হেলিকপ্টারে রাহুল গান্ধী ইম্ফল থেকে চুড়াচাঁদপুরে যেতে পারেন বলে জানান কংগ্রেসের স্থানীয় নেতারা।
এদিকে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মণিপুরের ইম্ফলের উত্তরে কাংপোকপি জেলায় গুলি চালানোর একটি নতুন ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রচারমাধ্যম জানিয়েছে। কাংপোকপি জেলার দুটি গ্রামে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রতিবাদ
- আটক
- রাহুল গান্ধী