You have reached your daily news limit

Please log in to continue


চামড়া অন্যতম রপ্তানি আয়ের খাত হলেও সঠিক মূল্য পাওয়া যায়নি: লিটন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, চামড়া আমাদের অন্যতম একটি রপ্তানি আয়ের খাত। তবে অতীতে নানা কারণে চামড়ার সঠিক মূল্য না পাওয়া যায়নি।

যে কারণে এটি সঠিকভাবে সংরক্ষণ করা যায়নি। আর তাই এখান থেকে দেশ সেভাবে উপকৃতও হয়নি। কিছু সিন্ডিকেট সব সময়ই চামড়ার দাম নিয়ন্ত্রণ করে রাখে।

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায়ের পর গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) জামে মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ প্রধান জামাতে ইমামতি করেন মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী। ঈদের নামাজের পর মুসল্লিদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন নগরপিতা খায়রুজ্জামান লিটন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন