‘নয়-ছয়ের প্রতিবাদে’ ঢাকার উপনির্বাচনে অংশ নিয়েছি: হিরো আলম
সমকাল
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১৩:০১
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘বগুড়ায় কাহালু-নন্দীগ্রাম আসনের উপনির্বাচনে আমাকে নয়-ছয় করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ করতেই ঢাকা-১৭ আসনের প্রার্থী হয়েছি।’
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বগুড়ার সদর উপজেলার এরুলিয়া ঈদগাহে নামাজ আদায়ের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নামাজ শেষে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান হিরো আলম। এ সময় ছেলে আবির হোসেন ও বাবা আব্দুর রাজ্জাক হিরো আলমের সঙ্গে ছিলেন।
- ট্যাগ:
- রাজনীতি
- উপনির্বাচন
- ঈদের শুভেচ্ছা
- হিরো আলম