ঢাকায় বৃষ্টি, ঈদযাত্রা-পশুর হাটে ভোগান্তি
দেশের উপকূলীয় তিন বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় তেমন বৃষ্টি না থাকলেও আজ বুধবার ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন পশুর হাটের ক্রেতা-বিক্রেতারাও।
বুধবার (২৮ জুন) ভোর থেকেই বৃষ্টি শুরু হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা বাড়তে থাকে। তবে সকাল আটটার পর বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকার আকাশ মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
এদিকে, পরিবারের সঙ্গে ঈদ কাটাতে আজও ঢাকা থেকে গ্রামে ছুটছেন অনেকেই। তবে বাসা থেকে বের হয়ে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তারা। অনেককেই দেখা যায় বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে রাস্তার পাশে বাসের অপেক্ষা করছেন। কেউ কেউ আবার বেশি ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশায় বাস, ট্রেন বা লঞ্চের জন্য টার্মিনালে ছুটছেন।