হজের খুতবায় মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ২৩:২৭

দেড়শর বেশি দেশের ২০ লাখের বেশি মানুষের লাব্বায়েক ধ্বনিতে মুখর মক্কার আরাফাতের ময়দান; তাদের সামনে দেওয়া খুতবায় এল মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান।


মঙ্গলবার ছিল হজের মূল অনুষ্ঠান, ইহরাম বাঁধা হজ পালনরতরা সেখানে খুতবা শোনেন এবং জুমা ও আসরের নামাজ পড়েন।


এবার হজের খুতবা পড়েন সৌদি আরবের ধর্মীয় পণ্ডিত শেখ ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ।


খুতবায় তিনি বিশ্বের মুসলমানদের এক থাকার আহ্বান জানান বলে সৌদি গেজেট জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও