কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনের বাইরে উৎপাদন স্থানান্তর সহজ নয়

বণিক বার্তা প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১০:০০

প্রযুক্তি ও ইলেকট্রনিকস পণ্য তৈরিতে চীন সিদ্ধহস্ত। বিদেশী প্রযুক্তি ব্যবহার করে কম খরচে ও দ্রুত সময়ের মথ্যে পণ্য উৎপাদনে চীনই বড় কোম্পানিগুলোর ভরসার জায়গা। এমনকি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলও চীনেই আইফোন উৎপাদন করে। যুক্তরাষ্ট্রের মাটিতে কী উৎপাদন একেবারেই সম্ভব নয়, এমন প্রশ্নও উঠেছে। টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এর উত্তর দিয়েছিলেন প্রয়াত স্টিভ জবস। তার মতে, যুক্তরাষ্ট্রে এ ধরনের উৎপাদন কার্যক্রম পরিচালনা অনেকটাই অসম্ভব।


দীর্ঘ সময় পেরিয়ে এলেও এখনো সে পরিস্থিতি বদলায়নি। কেন চীন থেকে উৎপাদন কার্যক্রম বাইরে নিয়ে যাওয়া সহজ নয় কিংবা কেন পশ্চিমে চিপ তৈরির কার্যক্রম সম্প্রসারণ সফল হবে না, তা বোঝার জন্য কিছুটা পেছনে তাকাতে হবে। শুরুতেই জানা জরুরি যে কীভাবে চীন এ পর্যায়ে পৌঁছেছে। সত্তরের দশকে প্রেসিডেন্ট নিক্সনের শাসনামলে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকীকরণ ও সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা শুরু হয়। এরপর ২০০১ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণ সদস্যপদ লাভ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও