কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্মার্টফোনের ক্যামেরা হ্যাক করে সাইবার হামলা

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ০৭:০৪

স্মার্টফোনের ক্যামেরা হ্যাক করে সাইবার হামলা চালানো হচ্ছে বলে সতর্ক করেছেন নর্ডভিপিএনের সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞ অ্যাড্রিয়ানাস ওয়্যারমেনহোভেন। তিনি জানান, এ হামলা চালানোর জন্য প্রথমে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ নেয় সাইবার অপরাধীরা। এরপর দূর থেকে ব্যবহারকারীদের ওপর গোপনে নজরদারি করতে থাকে। এমনকি ফোনের ক্যামেরা দিয়ে ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলও করে।


ক্যামফেক্টিং ঘরানার এ আক্রমণ চালানো খুব কঠিন নয় উল্লেখ করে অ্যাড্রিয়ানাস ওয়্যারমেনহোভেন জানান, ফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ পেতে প্রথমে বিভিন্ন প্রলোভনে ম্যালওয়্যারযুক্ত লিংক বা ই–মেইল পাঠিয়ে থাকে সাইবার অপরাধীরা। লিংকটিতে ক্লিক করলে বা ই–মেইলে থাকা ফাইল খুললেই ক্ষতিকর ম্যালওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ফোনে ইনস্টল হয়ে যায়। ফলে সাইবার অপরাধীরা দূর থেকেই গোপনে ফোনের ক্যামেরা চালু করে ছবি বা ভিডিও ধারণ করতে পারে। তবে বেশ কিছু সতর্কতা অবলম্বন করে এ ধরনের সাইবার হামলা থেকে নিজেকে নিরাপদ রাখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও