You have reached your daily news limit

Please log in to continue


শুটিং সেরে ফেরার পথে দুর্ঘটনা, ‘দিল সে বুড়া লাগতা হ্যায়’ মিমের স্রষ্টা দেবরাজের মৃত্যু

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ছত্তীসগঢ়ের বিখ্যাত কৌতুকশিল্পী এবং ইউটিউবার দেবরাজ পটেলের। একটি ভিডিয়োর শুটিং সেরে অন্য একটি শুটের জন্য রায়পুরে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২১ বছরের দেবরাজের। তাঁর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। প্রিয় ইউটিউবারের অকালমৃত্যুতে অনুগামীরাও স্তম্ভিত।

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি। নব রায়পুরে একটি ভিডিয়োর শুটিং সেরে বাইকে করে রায়পুরের দিকে যাচ্ছিলেন দেবরাজ। বাইকের পিছনের আসনে বসেছিলেন তিনি। পুলিশ আরও জানিয়েছে, তেলিবান্ধা থানার অন্তর্গত লবণডিহ এলাকায় বাইকটির সঙ্গে ধাক্কা লাগে একই দিকে যাওয়া একটি ট্রাকের। ধাক্কার অভিঘাতে দেবরাজ বাইক থেকে ছিটকে পড়েন এবং ট্রাকের পিছনের চাকায় পিষে যান। মাথায় এবং শরীরে গুরুতর আঘাত লাগে তাঁর। বাইকটি চালাচ্ছিলেন রাকেশ মনোহর নামে এক ব্যক্তি। তাঁর কোনও আঘাত লাগেনি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে রাকেশ ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দেবরাজকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ট্রাক এবং তাঁর চালককে আটক করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন